ভর্তি প্রক্রিয়া
ভর্তি প্রক্রিয়া
- অত্র মাদরাসায় অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের জন্য বাষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি হতে হবে (উক্ত সময়ের পর ভর্তি হলে তার মেধাক্রম ঠিক থাকবে) । বিলম্বে ভর্তি হলে বিলম্ব ফি প্রদান করতে হবে।
- ভর্তির সময় ঃ প্রতিকার্য দিবসে সকাল ১০টা হতে ১টা পর্যন্ত
- ভর্তি সময় প্রয়োজনীয় কাগজপত্র ঃ
- পূর্ব সালের বেতনকার্ড
- পূর্ব সালের পাঠোন্নতি পত্র
- অনলাইন জন্ম নিবন্ধের ফটোকপি
- ছাত্র/ছাত্রী ও অভিভাবক উভয়ের পাসপোর্ট সাইজের তিন কপি রঙ্গিন ছবি [ছাত্র / ছাত্রীদের ক্ষেত্রে মাদরাসার নির্ধারিত ইউনিফরম পরিধান করে তুলতে হবে]
- পিতা / মাতার NID কাডের ফটোকপি
নুতন ভর্তি ইচ্ছুক (৪র্থ থেকে ৯ম শ্রেণির) ছাত্র / ছাত্রীদের জন্যঃ
- শুধুমাত্র সাক্ষাতকারের ভিত্তিতে নুতন ছাত্র / ছাত্রীদের ভর্তি করা হবে
ভর্তির আবেদনের সাথে জমা দিতে হবে ঃ
- ছাত্র/ছাত্রীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙ্গিন ছবি
- অভিভাবকের এক কপি রঙ্গিন ছবি
- পূর্ববতী প্রতিষ্ঠানের ছাড়পত্র / প্রশংসা পত্র এবং নম্বর ফর্দ
- অনলাইন জন্ম নিবন্ধের ফটোকপি
- পিতা / মাতার NID
ভর্তির সময় ঃ প্রতিদিন সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত (ছুটির দিন ব্যতিত)
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র / ছাত্রীদের ৭ কার্যদিবসের মধ্যে ভর্তি হতে হবে, অন্যথায় ফলাফল বাতিল বলে গণ্য হবে
- ৯ম বিজ্ঞান বিভাগে ভর্তি ইচ্ছুক ছাত্র / ছাত্রীদের গণিত ও বিজ্ঞানে ৭০% নম্বর থাকতে হবে